ইংল্যান্ডে এখন 'সামার সিজন' অর্থাৎ, গ্রীষ্ম। কিন্তু এবার নাকি নিকট অতীত ও সাম্প্রতিক বছরগুলোর তুলনায় বৃষ্টির প্রকোপ বেশি। বৃষ্টি এখন প্রতিদিনকার বিষয় হয়ে দাঁড়িয়েছে। লন্ডন, কার্ডিফ, ব্রিস্টল আর টন্টন সব শহরেই বৃষ্টি সঙ্গী। কিছুতেই যেন তা পিছু ছাড়তে চাইছে না।
গতকাল ১২ জুন (বুধবার) বাংলাদেশ দল যখন টন্টনে পা রাখে তখন বৃষ্টি ছিলোনা। সূর্য আর মেঘের লড়াই চলছিল তখন। কিন্তু বিকেলে গড়াতেই শুরু হয় ঠাণ্ডা বাতাস আর ঝিরঝিরে বৃষ্টি। রাতে বৃষ্টি পড়েছে অনেকটা সময় ধরে। এদিকে আজ (বৃহস্পতিবার) ভোর হতেই বৃষ্টি। সঙ্গে কনকনে বাতাস। তাপমাত্রাও বেশ কম ১১ ডিগ্রি সেলসিয়াস। তবে বলা যায়, তাপমাত্রা হিসেবে ১১ সেলসিয়াস হলেও ঠাণ্ডা অনুভূত হচ্ছে ৯ ডিগ্রি সেলসিয়াসের মত।
বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/sports/cricket/506327